প্রকৃতির নিষ্ঠুর আঘাতে যখন মাটি কম্পমান রক্তচোষা ডাইনীর মত চুষে নেয় মাটির নির্যাস দেখি থরে থরে সাজানো সবুজের মৃত লাশ শুনি মানুষ,প্রকৃতি,জীবকুলের দীর্ঘ নিঃশ্বাস একপ্রান্তে অনাহার,অর্ধাহার, মৃত্যুর কোরাস অন্য প্রান্তে তখন খাদ্য অপচয়ের বিলাস।
অতঃপর দেখি পানির নির্মমতা ভাষায় জনপদ হিংস্রতার ছোবলে ভাঙ্গে প্রযুক্তির যত অহংকার পানির প্রাবল্যে হয় খাদ্য হারা ভাঙ্গে সংসার কি এক প্রতিহিংসায় জীবজগৎকে করে সংহার মাটি,পানি,বাতাস আর লাশ মিলে হয় একাকার।
আমার এলাকার সূর্য ভাই খুশি হয়েছি আমার কবিতা পড়তে এসেছেন বলে।কবিতা পাঠক সমাদৃত হলেই সবচেয়ে বড় বিজয় ।আর ছাড়িয়ে যাওয়াটিও কিন্তু পাঠকের হাতে।আমার প্রতি আপনার শুভ কামনাও একটি বিজয় হিসেবে ধরবেন।আমি ছন্দ এবং বিষয়বস্তুর ধারাবাহিকতা ধরে রেখে কবিতার সমাপ্তি টানার চেষ্টা করে যাই।আর আমার কবিতার মূল প্রতিবাদ্য হলো-গঠনমূলক +সামাজিকতা+মানবিকতা এবং দেশপ্রেমে উজ্জিবিত কবিতা লিখন।এগুলি ফলো করে বিভিন্ন ষ্টাইল আমি কবিতাতে দিতে চেষ্টা করি।বলতে পারেন আমার সাতন্ত্র ষ্টাইল।যেমন এই কবিতাটি -ধারাবাহিক ভাবে ৬-৫-৩-২-১-পংক্তির ষ্টাইল দিয়েছি।ভালো থাকুন,সুস্থ থাকুন স্ব-পরিবারে এই দোয়া করি। দেখা হবে এলাকায় ।মোবারকবাদ।
ইউশা হামিদ
আমার হৃদয় চোখের জলও কেঁদে কেঁদে বলে
আমি দেখে ভাসি আর তোমাকেও ভাসাই জলে।
মন বৈজ্ঞানিক কল্পকাহিনী যত্রতত্র গেঁথে চলে।--------- অনবদ্য কবিতা !
কবিতার রহস্য অন্মেষনী দৃষ্টি নিয়ে যে পাঠক কবিতা পাঠ করে মন্তব্য করে তাদের মন্তব্যের মজাই আলাদা।যেমনটি আপনার কমেন্টস ।ভালো লাগলো ।মোবারকবাদ আপনাকে। ভালো থাকুন সতত।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।